বীর মুক্তিযোদ্ধা শাহ্ আজাদ কামাল’র মৃত্যুবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের বীর সেনা শাহ্ আজাদ কামাল এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক শাহ্ আজাদ কামাল ২০০৯ সালের ২২ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন ‘সম্প্রীতি’ সকাল ১০টায় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করে।
যুদ্ধকালীন ১১ নম্বর সেক্টরের কাদেরিয়া বাহিনীর ১৫ নম্বর কোম্পানি কমান্ডার হিসেবে টাঙ্গাইল জেলার দক্ষিণ ও পূর্বাঞ্চল টাঙ্গাইলের সখিপুর, বাসাইল, মির্জাপুর, নাগরপুর, মানিকগঞ্জের সাটুরিয়া ও গাজীপুরের কালিয়কৈর থানা ছিল শাহ্ আজাদ কামাল`র যুদ্ধক্ষেত্র।
শাহ্ আজাদ কামাল ৩ প্লাটুন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। অত্রাঞ্চলে তিনি ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর আতঙ্ক। মুক্তিযুদ্ধ চলাকালীন সেপ্টেম্বর মাসে হামলা চালিয়ে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটায় কৌশলে ১৭ জন রাজাকারকে আটক করে ফেলেন।
তার দুর্ধর্ষ নেতৃত্বে বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয় তৎকালীন মির্জাপুর সিও অফিস এলাকায়। তিনদিন ব্যাপী যুদ্ধশেষে ১৩ ডিসেম্বর মির্জাপুরকে পাক হানাদার মুক্ত করেন।
এস এম এরশাদ/এফএ/এমএস