চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে হানিফ এন্টারপ্রাইজ নামে একটি বাসের সুপারভাইজার ও চালকের বিরুদ্ধে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
রোববার বেলা ১১টায় ওই ছাত্রীর মা ঠাকুরগাঁও শহরের হানিফ কাউন্টারে এসে অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও থেকে হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা-মেট্টো-৫৬০৯) একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তার মেয়ে। পথিমধ্যে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও চালক রইজ মেয়েটিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে।
পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌঁছালে চালক ও সুপারভাইজার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করে। মেয়েটি কৌশলে তার আত্মীয়স্বজনদের ফোন করলে তারা সেখান থেকে ওই মেয়েকে উদ্ধার করে।
শহরের সাদেকুল ইসলাম নামে এক অভিভাবক জানান, গাড়িতে যদি এমন যৌন হয়রানির ঘটনা ঘটে তাহলে আমাদের মেয়েদের বাইরে পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়বে। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা উচিত।
ঠাকুরগাঁও হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ণ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মশিউর রহমান জানান, আমরা ওই মেয়ের মায়ের অভিযোগ শুনেছি। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল এহসান রিপন/আরএআর/আরআইপি