ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে ডায়াগনস্টিক সেন্টারসহ ৫টি দোকানকে জরিমানা

প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২২ জানুয়ারি ২০১৭

মাদারীপুরের শিবচরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ পাঁচটি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ  অভিযান পরিচালিত হয়।

জান্নাতুল ফেরদৌস জানান, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় এবং প্রয়োজনীয় প্যাথলজিক্যাল সরঞ্জামদি ও লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপারাধে দুটি খাবার দোকানসহ পাঁচটি দোকানকে জরিমানা করা হয়।  

একেএম নাসিরুল হক/আরএআর/পিআর