পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুরের গাংনীতে পুলিশের পিকআপভ্যানের ধাক্কায় আতিয়ার রহমান (৫৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার হোসেন গাংনী উপজেলার কষবা গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আতিয়ার রহমান।
চেংগাড়া গ্রামের মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাংনী থানা পুলিশের পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশ সদস্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে।
আসিফ ইকবাল/এএম/আরআইপি