পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার আমিনপুর থানার পদ্মারচরে কুবাদ আলী (৪০) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
নিহত কুবাদ আলী আমিনপুর থানার ঢালারচর গ্রামের মুজা মিয়ার ছেলে ও নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের নেতা ছিল।
রোববার সকাল ৯টার দিকে তাকে পদ্মারচরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ বিকেলে তার মরদেহ উদ্ধার করে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুবাদকে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। কুবাদ চরমপন্থী সংগঠন সর্বহারার সক্রিয় ক্যাডার ছিলেন।
একে জামান/এআরএ/পিআর