হাটখোলা সীমান্তে জমি ফেরত দিল বিএসএফ।
জয়পুরহাটের হাটখোলা সীমান্তে বাংলাদেশি চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সীমানা সোজা করার নামে ২১ জানুয়ারী ঐ জমি জোর পূর্বক দখল করে নিয়েছিল বিএসএফ।
গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর চাষীদের জমি ফেরত দেয়া হয় বলে জানা গেছে। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে হাটখোলা সীমান্তের ২৮০ নং মূল পিলারের ১০নং সাব পিলারের নিকটে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আব্দুর রাজ্জাক এবং ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রুপিন্দ্র। এ সময় তাদের সাথে বিজিবি ও বিএসএফ এর অফিসারগণ ও উভয় দেশের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিবাদমান জমি সার্ভে করার পর বিএসএফ দখলকৃত জমি থেকে নতুন সীমানা (আইল) ভেঙ্গে অপসারণ করা হয়। পরে ঐ জমির মালিককে দখল বুঝে দেয়া হয়।
এদিকে, বিএসএফ কর্তৃক দখল করে নেয়া আবাদি জমি ফেরত পেয়ে বিজিবি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উচনা সোনাতলা গ্রামের হাফিজ উদ্দীন মণ্ডলসহ উচনা সোনাতলা গ্রামবাসী।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হাটখোলা সীমান্তের উচনা সোনাতলা মৌজার ২৮০ নং মূল পিলারের ১০নং সাব পিলার থেকে ১২নং সাব পিলার পর্যন্ত স্টিপ ম্যাপ অনুযায়ী পিলার টু পিলার সোজা করতে গিয়ে বাংলাদেশী গরীব চাষীদের প্রায় সাড়ে ৩ বিঘা জমি দখল করে নেয়।
এমজেড/আরআইপি