শৈলকুপায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নের পুটিমারি গ্রামের শিউলী নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। জানা গেছে, মায়ের উপর অভিমান করে তিনি এই পথ বেছে নেন।
সে ঐ গ্রামের অভিজিৎ রায়ের মেয়ে। সোমবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে মায়ের উপর অভিমান করে দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিউলী। শিউলী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুটিমারি গ্রামের শিউলী নামে এক স্কুল ছাত্রী মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে শুনেছি । তবে এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
এমজেড/আরআইপি