ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের মধ্যে উত্তেজনা
ফাইল ছবি
ঈশ্বরদী ইপিজেডের সামনে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার সকালে একটি পক্ষ ইপিজেডের গেটে এসে তালিকাভুক্ত ৯০ জন শ্রমিককে ভেতরে ঢুকতে বাধা দেয়। এই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জাফরুল ও নুরুল ইসলাম।
ইপিজেড শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, মাত্র কয়েকদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে নুরুল ইসলাম ও জাফরুল জোর-জবরদস্তি করে ইপিজেডের কর্তৃত্ব নিতে চাচ্ছে। অথচ আমরা শুরু থেকে এখানে শ্রম দিচ্ছি এবং এক সময় অতি সামান্য পারিশ্রমিকে অনেক কষ্টে এই পেশা ধরে রেখেছি। এখন কল-কারখানার সংখ্যা বেড়েছে, সেই হিসেবে কাজও বৃদ্ধি পেয়েছে। শ্রমিকরা নির্দিষ্ট পারিশ্রমিকে লোডিং-আনলোডিংয়ের কাজ করে।
একটি সূত্র জানায়, ঈশ্বরদীতে সরকারি দলে নেতৃত্বের পরিবর্তনের প্রভাব পড়েছে ইপিজেড এলাকাতেও। তারই জের ধরে এখানেও শ্রমিকদের নেতৃত্ব বদল হচ্ছে। তবে বিরাজমান পরিস্থিতিতে যে কোনো সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমএস