আ.লীগ নেতা হত্যা মামলায় আরেক নেতা গ্রেফতার
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান হত্যার মূল পরিকল্পনাকারী কফিল উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে, তিনিও আরেক আওয়ামীলীগ নেতা।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। কফিল একই গ্রামের মোহাম্মদ হোসেন ড্রাইভারের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সহ জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে।
এ ছাড়া খুন,অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতি মামলার একাধিক আসামি বলে জানায় পুলিশ। গত বছরের ২১ জুন দলীয় বিরোধের জের ধরে এলাকার জনপ্রিয় আওয়ামীলীগ নেতা আবদুল মান্নানকে হত্যা করে কফিলসহ তার বাহিনীর সন্ত্রাসীরা।
এ দিকে রাত প্রায় সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ এলাকার ফজলুল হক আমিনের বাড়ির আকবর হোসেনের পরিত্যক্ত ঘর থেকে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
এলাকায় নাশকতার চেষ্টায় স্থানীয় সন্ত্রাসী ফরিদ,ডাকাত বাশার, লাদেন মাসুম ও শিবলু বাহিনীর ক্যাডাররা সংঘবদ্ধ হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই পরিত্যাক্ত ঘরে জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
এ সময় পরিত্যক্ত ঘর থেকে ১টি এলজি, ২ টি বন্দুক, ১টি কাটা রাইফেলসহ ৩৬ রাউন্ড কার্তুজ, ১১ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনার পরপরই সর্বত্রই তোলপাড় শুরু হয়। খবর পেয়ে জেলা প্রশাসক একেএম টিপু সুলতানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা পুলিশ সুপার কার্যালয়ে আসেন।
এমজেড/আরআইপি