ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ মণ গাঁজাসহ তিনজন আটক

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

৫ মণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। জব্দকৃত এসব গাঁজার দাম ২০ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান।

প্রেস ব্রিফিংয়ে দেয়া বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান, উপপরিদর্শক (এসআই) মো.নূরে আলম সিদ্দিকী, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স রোববার সন্ধ্যায় মহাসড়কের গোলচত্বর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে বগুড়াগামী একটি ট্রাকে অভিযান চালায়।

এসময় সেখান থেকে ১২টি বস্তায় রাখা ৫ মণ গাঁজাসহ ট্রাকচালক মিলন হোসেন মন্টু (২৪), হেলপার রবিউল আউয়াল (২৫) ও গাঁজাবহনকারী দোলনকে (৪০) আটক করা হয়।

আটকরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস