ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৪ মার্চ ২০১৫

মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার ভাঁজপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই নবাব আলী (৫০) নিহত হয়েছেন। নিহত নবাব আলী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামের সোলেমান ওরফে সনে প্রামাণিকের ছেলে।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, পাবনা জেনারেল হাসপাতালে একজনের মৃতদেহ আছে জানতে পেরে খবর নিয়ে নবাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নিহতের ছেলে আতিয়ার হোসেন জানান, বাড়ির জমি নিয়ে আমার আব্বার (নবাব আলী) সাথে ছোট চাচা আব্দুল লতিফের কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ছোট চাচা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে আমার বাবাকে মারপিট করেন।

তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় আমার আব্বাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

এমজেড/আরআইপি