ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ মা নিহত

প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১৪ মাস বয়সী শিশুপুত্রসহ এক মা নিহত হয়েছেন। এ সময় শিশুটির বাবা সিতেন্দ্রনাথ বর্মন গুরুতর আহত হন। সোমবার রাত ১০টা দিকে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের পুঠিমারি এলাকার সিতেন্দ্রনাথ বর্মন তার শিশুসহ স্ত্রী শীমতি জয়ন্তী রানীকে নিয়ে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসছিলেন। পথে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ১০ মাইল এলাকা সিতেন্দ্রনাথ বর্মনকে পড়ে থাকতে দেখেন এক পথচারী। পাশেই মোটরসাইকেলসহ তার স্ত্রী ও শিশুপুত্র নারায়ণের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে ছিল। সিতেন্দ্রনাথ বর্মনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পুলিশের ধারণা অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও শিশুটির মরদেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ট্রাক অথবা অজ্ঞাত কোনো বড় যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিশুসহ তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সফিকুল আলম/বিএ