ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে মাহেন্দ্রর ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে যাত্রীবাহী মাহেন্দ্রর ধাক্কায় শহীদুল ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল নয়টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের শহরের জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মাঝে এ খবর ছড়িয়ে পড়লে তারা খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। পরে দুপুরে পুলিশ এসে মাহেন্দ্র চালককে গ্রেফতারের আশ্বাস দিলে  শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শহীদুল ইসলাম খানজাহান আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাগেরহাট সদর উপজেলার নাটোইখালি গ্রামের সোবাহান শেখের ছেলে।

খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখি বলেন, মঙ্গলবার সকাল নয়টার দিকে শহীদুল বাসস্ট্যান্ডে নেমে হেঁটে কলেজে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্র সামনে থেকে শহীদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কলেজছাত্রের মৃত্যুর খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে জড়ো হয়ে অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
 
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, কলেজছাত্রের মৃত্যুর প্রতিবাদে কলেজ শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা সড়কে প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে।

পরে সেখানে গিয়ে পুলিশ মাহেন্দ্র চালককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালককে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

শওকত আলী বাবু/এফএ/জেআইএম