ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্র তাহসিন এক সপ্তাহ ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

গত ১৭ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্র মো. তাহসিন (১৩)। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের ঘোনাপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে তাহসিন। সে করিমগঞ্জ পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শিক্ষার্থীর মা রুনা আক্তার জানান, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে মো. তাহসিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো হদিস মিলছে না।

ছেলেটির গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল গোলাকার। উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সুরমা রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৮৩১। ছেলেটির সন্ধান পাওয়া গেলে তার মায়ের মোবাইল (০১৭১৫-১৩৪ ৬০৬, ০১৯২৫-৮৬৮৩৯৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নূর মোহাম্মদ/এএম/এমএস