একটি ভুল সম্পর্ক কেড়ে নিলো শিলার সবকিছু
১৪ বছরের মেয়ে শিলা পারভীন ছয় বোনের মধ্যে সবথেকে চঞ্চল, হাস্যোজ্বল আর মেধাবী। মাত্র দুই বছরের ব্যবধানে একটি ভুল সম্পর্ক শিলাকে পৌঁছে দিয়েছে মৃত্যুর মুখে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের গোলাম হোসেনের মেয়ে শিলার মৃত্যুর প্রহর গুণে দিন কাটে এখন বিছানায়।
প্রতিবেশী আব্দুর রউফ সরদারের বাড়িতে বেড়াতে আসতেন তার স্ত্রী ইসমত আরার আত্মীয় খুলনার খালিশপুর এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে বুলবুল। সেই সুবাদে বুলবুলের সঙ্গে পরিচয় শিলার। এরপর প্রেম।
গাজী আযমল হামিদ মহিলা মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী শিলা ২০১৪ সালে হঠাৎ একদিন প্রেমের টানে বুলবুলের হাত ধরে নিজের ঘর ছেড়ে পালিয়ে যায়।
শিলার ভাই জাহিদুর রহমান জাগো নিউজকে জানান, বোনটা এখন কথা বলতে পারে না। খাওয়া-দাওয়াও করতে পারে না। সুস্থ হবে কিনা ডাক্তারও বলতে পারছে না। তবে ডাক্তার বলেছেন, শারিরীক নির্যাতনের কারণে এমন হয়েছে শিলার।
শিলার বৃদ্ধ বাবা গোলাম হোসেন সরদার বলেন, ওরা আমার মেয়ের জীবনটা শেষ করে দিল। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে অভিমানে শিলার সঙ্গে কোনো যোগাযোগ করিনি। হঠাৎ শিলার ফোন কলে যখন জানতে পারলাম মেয়ে ৯ মাস ধরে সিঙ্গাপুরের অমানুষিক নির্যাতন সহ্য করছে তখন রাগ করে থাকতে পারিনি। এরপর আব্দুর রউফ ও তার স্ত্রী ইসমত আরার মাধ্যমে চেষ্টা করেও মেয়ের সঙ্গে কথা বলা হয়নি।
শিলার বাবা আরো জানান, এক পর্যায়ে দ্বিতীয়বার শিলার ফোন আসলে পালিয়ে আসার কথা বলা হয়। সে অনুযায়ী শিলা সিঙ্গাপুরে পাচার হওয়া অপর এক মেয়ের সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসে।
শিলার ভাই জাহিদুর রহমান আরো বলেন, বোনকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার কিছুদিন পরই বুলবুল দালাল চক্রের মাধ্যমে শিলাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেয়। সিঙ্গাপুরের একটি হোটেলে নিয়ে নর্তকির কাজ করানো হতো। নির্যাতন করা হতো। কিছুদিন পর বুলবুলও সেখানে গিয়ে শিলার উপর নির্যাতন করে।
শিলা দেশে পালিয়ে আসার পর বুলবুলও ফিরে এসে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে। তখন বিষয়টি পারিবারিকভাবে মেনেই নিয়েছিলাম। বুলবুল অটোরিকশা কেনার জন্য তিন লাখ টাকা দাবি করলে বোনের কথা ভেবে দুই লাখ ২০ হাজার টাকা দিয়েছি।
এরপর হঠাৎ ২০১৬ সালের অক্টোবর মাসে হঠাৎ বুলবুল বাড়িতে ফোন দিয়ে জানায় শিলা আত্মহত্যার চেষ্টা করে আহত হয়েছে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। সেখান থেকে আমরা বাড়িতে আনলেও শিলা সুস্থ হয়নি। গত ২-৩ মাস ধরে অবস্থার আরো অবনতি হয়েছে। এখন মৃত্যু শয্যায়।
তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার সঙ্গে প্রতিবেশী আব্দুর রউফ সরদারের স্ত্রী ইসমত জাহান ও প্রতিবেশী জামালউদ্দীন সরদারের মেয়ে মাসুকা পারভীন জড়িত। বুলবুল এখন পলাতক রয়েছে।
থানায় অভিযোগ দিয়েছেন কিনা এমন প্রশ্নে শিলার ভাই জাহিদুর রহমান জাগো নিউজকে বলেন, না অভিযোগ দেয়নি।
তবে এসব বিষয়ে আব্দুর রউফ সরদারের স্ত্রী ইসমত আরা বলেন, বুলবুল তার ভাইয়ের বন্ধু হিসেবে তাদের বাড়িতে যাতায়াত করতো। প্রেম করে পালিয়ে বিয়ে করার পর শিলার সম্মতিতে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
তবে এসব বিষয়ে বুলবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো কথার উত্তর না দিয়ে তিনি জাগো নিউজকে বলেন, এসব বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি কেউ জানায়নি। তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর