ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধে আটক এনায়েত উল্লাহর মৃত্যু

প্রকাশিত: ০৪:২২ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক আসামি নেত্রকোনার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামি নেতা এনায়েত উল্লাহ মঞ্জু (৬৫) মারা গেছেন।

বুধবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত বছরের ১ অক্টোবর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এনায়েত উল্লাহ মঞ্জুর আরেক ভাই মানবতাবিরোধী মামলার আসামি হেদায়েত উল্লাহ পলাতক রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিহতের ছেলে রাসেল আহম্মদ ঢাকা মেডিকেল কলেজ থেকে নিশ্চিত করেছেন।

ছেলে রাসেল আরো জানান, তার বাবা শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

কামাল হোসাইন/এফএ/পিআর