সিরাজগঞ্জে ইউপি সদস্য হত্যার মূলহোতা গ্রেফতার
সিরাজগঞ্জের বেলকুচি থানার ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম (৩০) হত্যার মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে সাভারের জিরানী বাজার এলাকা থেকে মনির ইসলাম ওরফে ধলা মনিরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মনির হত্যায় তিনজন অংশ নেয়। তার মধ্যে ধলা মনির হলো মূলহোতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
উলেখ্য, গত বছরের ৭ অক্টোবর (শুক্রবার রাতে) সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল চক বয়রা এলাকায় বেলকুচি ইউপি সদস্য মনিরুল ইসলাম হত্যার শিকার হন। দুর্বৃত্তরা তাকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করে। এসময় মনিরুলের সঙ্গে থাকা তার ভাগ্নে রাসেলকে (২৫) লক্ষ্য করেও গুলি করে দুর্বৃত্তরা।
নিহত মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বয়রা মাছুম গ্রামের আজিজল হকের ছেলে ও রাজাপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ