ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ২টি ইউনিটের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৪টি ইউনিটের মধ্যে ২টি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে উৎপাদনে ফেরে ইউনিটগুলো।

চালু হওয়া ইউনিটগুলো হলো, ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট।

তবে এখনো বন্ধ রয়েছে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট ও ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিট। দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রীডে অন্তত ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকায় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এক পর্যায়ে ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে ইউনিটগুলো বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা ক্রটি সারাতে কাজ শুরু করেন।

ত্রুটি সারানোর পর ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট পর্যায়ক্রমে চালু করা হয়েছে। তবে বন্ধ থাকা বাকি ২টি ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর