ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে দুটি বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা নামক স্থানে দুটি বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন জানান, বুধবার বিকেলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে ঢাকাগামী অন্য একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস