ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরার শ্যামনগরের চুনার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিনটি পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ মহসিন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটক মহসীন আলী কালিগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের শওকাত আলীর ছেলে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন।

আকরামুল ইসলাম/এএম/এমএস