সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৫০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুর রহমান সদর উপজেলার রানীগ্রামের মৃত সিকিম আলীর ছেলে। সিরাজগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে আব্দুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান অর্থঋণ আদালতের মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ১২ জুন জেলা কারাগারে আসেন বলেও জানান তিনি।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ