গাইবান্ধায় শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
প্রতীকী দণ্ড
গাইবান্ধায় এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। এ সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খামারপিরগাছা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জাহিদ হোসেন (২৮), একই গ্রামের মৃত মজিবর রহমান মণ্ডলের ছেলে পাভেল মিয়া (৩৫) এবং পাশের সোনাইডাঙ্গা গ্রামের বিল্টু মিয়ার ছেলে রুবেল (৩২)।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলাম রুমেলের পাঁচ বছরের শিশুপুত্র তাসিন গত ২০১০ সালের ২৭ জুলাই অপহরণের শিকার হয়। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরদিন গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। এতে ১০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে সংশ্লষ্টিদের বিরুদ্ধে ২০১০ সালের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানিকালে ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের পিপি মহিবুল হক মহন, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
আরএআর/জেআইএম