রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত নির্মাণের দাবি
বাগেরহাটের রামপালে দ্রুত তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে রামপাল মংলার অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার বেলা ১১টায় মংলা-খুলনা মহাসড়কের বাগেরহাটের রামপালের বাবুর বাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাগেহরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক এর নেতৃত্বে রামপাল-মংলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। 
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চলার সময় মহাসড়কের প্রায় ৬ কি. মি. এলাকা জুড়ে এলাকাবাসী হাতে হাত ধরে তাপ বিদ্যুৎকেন্দ্র দ্রুত নির্মাণের দাবি জানান।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি হাবিবুন্নাহার তালুকদার, মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস ছালাম, শেখ মোজাফর হোসেন, সরদার আব্দুল হান্নান ডাবলু, গাজি গিয়াস, নুরুল আমীন, সুলিন কুমার বিশ্বাস ও তপন গোলদার প্রমুখ।
শওকত আলী বাবু/এফএ/জেআইএম