হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হিলি চেকপোস্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতে ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, সেখানে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেন। ফলে আজ সকাল থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে আমদানি-রফতানি কার্যক্রম।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি