ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশুদের ডিম খাওয়ানোর উৎসব

প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

দিনাজপুরের বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ডিম খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস এ উৎসবের আয়োজন করে।

বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৪২ জন ছাত্র-ছাত্রীকে ডিম ও খিচুড়ি খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচি পালিত হয় ।

‘সুস্থ যদি থাকতে চান, প্রতি দিন আমিষ খান’ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শাহীন আকতারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এরশাদুল হক, বীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিশুর দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশে দুধ ডিম ও মাংসের প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোরঞ্জন রায়, রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিনতি রাণী, লায়লা আঞ্জুমান প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/পিআর