ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় বৈকালিক চিকিৎসা সেবা শুরু

প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৫ মার্চ ২০১৫

নওগাঁয় শুরু হয়েছে বৈকালিক চিকিৎসা সেবা প্রদান। বুধবার দুপুরে জেলার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন  প্রামানিক টেলি কন্ফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন প্রমুখ। এতে স্থানীয় চিকিৎসকসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দেশে এই প্রথম উপজেলা পর্যায়ে চিকিৎসকরা নির্ধারিত দায়িত্বের অতিরিক্ত দুই ঘন্টা সময় চিকিৎসা সেবা প্রদান করবে। পর্যায়ক্রমে সরকার সবখানেই এই কার্যক্রম চালু করবে বলেও জানান তারা।

এসএইচএ/পিআর