হাতিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা
নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জের ধরে রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম হাতিয়া পৌরসভার আবদুল আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হোসেন আহম্মেদের ছেলে মহিউদ্দিনের সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগমের প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার দুপুরেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মহিউদ্দিন উত্তেজিত হয়ে রোজিনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্ত্রীর মরদেহ লুকিয়ে রাখার চেষ্টা করলে এলাকাবাসী মহিউদ্দিনকে ধাওয়া করে। এসময় সে মরদেহ ফেলে পালিয়ে যায়।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মিজানুর রহমান/আরএআর/এএম