ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৫ মার্চ ২০১৫

সিরাজগঞ্জের ঘুড়কা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ শাহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি সাময়িক বরখাস্ত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত ফ্যাক্সবার্তা এসেছে বুধবার সকালে।

ওই ফ্যাক্সবার্তার বরাত দিয়ে ইউএনও জানান, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ধারা ৩৪(১) মোতাবেক ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ইউএনও জানান।

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে হারুন-অর-রশিদ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা আত্মসাৎ ও জনস্বার্থ-পরিপন্থী কাজ করেন বলে অভিযোগ রয়েছে। কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় জনসাধারণ বিভিন্ন দফতরে লিখিতভাবে অভিযোগ করেছেন।

এসএইচএ/পিআর