নাজিরপুরে আদমশুমারির কর্মী নিয়োগে অনিয়ম
পিরোজপুরের নাজিরপুরে আদমশুমারির কর্মী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ১৮০ থেকে ২০০ গৃহের জন্য একজন করে মাঠকর্মী, গণনাকারীদের তত্ত্বাবধানের জন্য প্রতি ওয়ার্ডে একজন করে সুপারভাইজার ও এসব সুপার ভাইজারদের তত্ত্বাবধানের জন্য প্রত্যেক ইউনিয়নে একজন করে কো-অর্ডিনেটর নিয়োগ দেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, কোনো প্রচারণা ছাড়াই এ সব নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ইউপির দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান জোনাল অফিসারসহ স্থানীয় সরকার দলীয়দের হস্তক্ষেপে অর্থের বিনিময় ও সরকার দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেয়া হয়েছে।
উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুহাম্মাদ তাওহীদুল ইসলাম অভিযোগ করে জানান, সম্পূর্ণ গোপনে এ নিয়োগ দেয়া হয়েছে। এ ওয়ার্ডের কেউই এ নিয়োগের ব্যাপারে না জানায় সুপারভাইজার পদে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউকে নিয়োগ না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্য ওয়ার্ডের একজনকে নিয়োগ দেয়া হয়েছে।
ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ননী গোপাল মজুমদার জানান, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সরকার দলীয়দের দেয়া তালিকাই তিনি জেলা অফিসে জমা দিয়েছেন।
এ ব্যাপারে শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান আতিয়ার জানান, ইউপি সদস্য ও নিয়োগ কমিটির মতামত অনুযায়ী স্বচ্ছভাবে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ জনসংখ্যা রিসার্স ফোরাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও সাত বছরের অভিজ্ঞ উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সরদার সাফায়েত হোসেন শাহীন অভিযোগ করে জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে এ নিয়েগের বিষয়ে জানলে সংশ্লিষ্ট ইউপির দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান জোনাল কর্মকর্তা ও উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বিজন কৃষ্ণের কাছে কাজের আগ্রহের বিষয় জানালেও তিনি তাকে নিয়োগ না দিয়ে অনভিজ্ঞ লোককে নিয়োগ দিয়েছেন।
উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দেয়া নিয়োগ তালিকাই আমরা চূড়ান্ত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, নিয়োগে অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।
নিয়োগ কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে নিয়োগে অনিয়ম ও দলীয়করণের কিছু অভিযোগ তিনি মৌখিকভাবে পেয়েছেন।
হাসান মামুন/আরএআর/পিআর