ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

পাবনার সুজানগর উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এসময় আরও একজনকে গুরুতর আহতাবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, চাঁদপুরের গাজিবাড়ির আব্দুল হানিফের ছেলে আরিফ হোসেন (২৭), বরিশালের মূলাদি থানার মোশারফের ছেলে পারভেজ হোসেন (৩২) ও গোপালগঞ্জের শরিফুল ইসলামের ছেলে বিপ্লব (২৯)। 

পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার আমিনপুর থানার অভ্যন্তরীণ চর গোবিন্দপুর নামক জায়গায় ট্রান্সফর্মার বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
 
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেন জানান, খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাবনা বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি পাবনা পিডিবির নয়।

একে জামান/এফএ/পিআর