ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চৌহালী উপজেলা আ.লীগের সভাপতির ইন্তেকাল

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নওজেশ আলী মোল­া (৭০) আর নেই। (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার ভোরে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে ঢাকায় নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরহুম নওজেশ আলী মোল­া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২ বার মিরকুটিয়া ও ১ বার খাস কাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

শুক্রবার বিকেল তিনটায় চৌহালীর জোতপাড়া ডিগ্রি কলেজ মাঠে তাকে নামাজের জানাজা শেষে দাফন করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর