মুখোমুখি কুষ্টিয়া আ.লীগের দুই গ্রুপ
কুষ্টিয়ার খোকসায় যুবলীগ নেতার সেই ফেসবুক লাইভ নিয়ে রাজপথে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগের দুইটি গ্রুপ। গ্রুপ দুইটি শহরে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। এ নিয়ে চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ। শহরে মোতায়েন ছিল পুলিশ ও র্যাব।
শুক্রবার সকালে খোকসা বাসস্ট্যান্ডে যুবলীগের নেতা আবু উবাইদা শাফির বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ। তারা যুবলীগ নেতা শাফির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে, তাদের সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পরই নবগঠিত যুবলীগের কমিটির আহ্বায়ক আল-মাসুম মোর্শেদ শান্তর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র্যালি উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় নবগঠিত কমিটির সদস্যসহ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন। র্যালি শেষে তারা যুবলীগের নেতা আবু উবাইদা শাফির গ্রেফতার দাবি করেন।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আমাদের ওপরের নির্দেশ ছিল পরিস্থিতি শান্ত রাখা। তাই তিন প্লাটুন পুলিশ ও র্যাব মোতায়েন ছিল। আমরা খোকসার পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে খোকসা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু উবাইদা শাফি তার সর্মথকদের নিয়ে দেশীয় অস্ত্র হাতে খোকসা বাজারে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ ও খোকসা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্তকে মারধর করার জন্য অবস্থান নিয়েছে বলে ভিডিও লাইভে প্রচার করেন। বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার হলে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়।
পরে বুধবার রাত সাড়ে ১১টার সময় স্থানীয় এমপি আব্দুর রউফ এর খালাতো ভাই আলতাফ হোসেন বাদী হয়ে শাফিকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।
আল-মামুন সাগর/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের