ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া যুবদলের আহ্বায়ক আটক

প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের পাওয়ার হাউজ রোড থেকে তাদের আটক করা হয়। মনির হোসেনসহ দলটির আরও বেশ কয়েকজন নেতাকর্মীকেও আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন জাগো নিউজকে জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা যুবদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করার জন্য দলটির নেতাকর্মীরা পাওয়ার হাউজ রোডে জড়ো হয়। এসময় পুলিশ সেখান থেকে জেলা যু্বদলের আহ্বায়ক মো. মনির হোসেনসহ ১০/১২ জন নেতাকর্মীকে আটক করে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে জানান, জেলা যুবদল আহ্বায়কসহ দলটির ৩/৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস