ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আম ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের আলোচনা

প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৬ মার্চ ২০১৫

‘আমে ক্যালসিয়াম কার্বাইড ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে যেন পাকানো না হয়’- এরই আলোকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপ-পরিচালক নির্মল কুমার দে’র সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চুয়াডাঙ্গার বিশিষ্ট আম ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, আম পাকানোর ক্ষেত্রে ইথিলিন ৪০ ভাগ ব্যবহারে মানব দেহে কোন ক্ষতি হয়না। তবে এর মাত্রা ৪০ ভাগের বেশী হলে মানব দেহে ক্ষতি হয়।

এছাড়া চুয়াডাঙ্গার আবহাওয়া অন্যান্য আম উৎপাদনকারী জেলা থেকে গরম হওয়ায় এখানে আম আগে পেকে যায়। সে কারণে এখানকার আম ব্যবসায়ীদের রাসায়নিক দ্রব্য ব্যবহার করার প্রয়োজন হয় না।

তিনি আরো বলেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানী করা আমে সবরকম রাসায়নিক দ্রব্য থাকলেও তা আমদানী করার কারণে এ দেশে ‘হালাল’ হয়ে যায়। কিন্তু সরকারের ভ্রান্ত নীতির কারণে না বুঝে, আম ব্যবসায়ীদের ওপর বিভিন্ন আইন-কানুন চাপিয়ে দেওয়ায় বিগত ৫ টি মৌসুমে এ জেলার আম ব্যবসায়ীরা লোকসানের বোঝা মাথায় নিয়ে পথে বসে গেছে। কিন্তু এত বড় ব্যবসাকে সরকার গুরুত্বহীন করে দিচ্ছে। পদে পদে ব্যবসায়ীদের অকারণে নানান হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে বলেন, বাংলাদেশের উচ্চ আদালতে ইথিনিলসহ অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহারের পক্ষে কোন আদেশ দেয়নি। বরং, ফল পাকানোর ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক  দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করেছে। সে কারণে ফলে কোন রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা যাবে না।

আলোচনা সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন প্রাকৃতিক উপায়ে আম পাকানোর ব্যবস্থা করার তাগিদ দিয়ে বলেন, যেহেতু দেশের উচ্চ আদালত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ফল পাকানোর পক্ষে কোন আদেশ দেয়নি সেহেতু সেটা অবশ্যই মেনে চলতে হবে।

তিনি আম ব্যবসায়ীদের সঙ্গে অনেকটা একমত প্রকাশ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুনের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনাদের অসুবিধার কথা তাকে জানান। তিনি মত বা লিখিত দিলে অসঙ্গতিগুলোর ক্ষেত্রে আমি ছাড় দেবো।

তিনি আরো বলেন, চুয়াডাঙ্গার প্রত্যেকটি উপজেলায় আম ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় চুয়াডাঙ্গা আম ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ শতাধিক আম ব্যবসায়ী এবং কৃষিবিদ আব্দুল লতিফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোঃ রফিকুজ্জামান ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

এমজেড/পিআর