সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের তিন নেতা আহত
প্রতীকী
গোপালগঞ্জের কাশিয়ানীর মাজরা এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভজিৎ হালদার বাবুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা গুরুতর অন্যরা হলো, পিরোজপুর জেলা ছাত্রলীগের সম্পাদক খাইরুল ইসলাম মিঠু এবং প্রাইভেটকার চালক ফরিদ (৪২)।
গুরুতর আহত শুভজিৎ হালদার বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে পিরোজপুর যাওয়ার পথে সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজরা নামক এই দুর্ঘনার শিকার হন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বুলু জানান, বাবুর আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এস,এম, তরুন/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ