টেকনাফে ৭৮ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৭৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোরে দুই কোটি টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিকসন চৌধুরী জানান, ভোরে কোস্টগার্ড সদস্যরা শাহপরীর দ্বীপ নতুনপাড়ায় নাফ নদীতে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৮ হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য দুই কোটি টাকার বেশি। পাচারকারীরা ইয়াবা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এসএইচএ/পিআর