ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

পাবনার আটঘরিয়া উপজেলার সুতির বিল নামক এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি শাটারগান, ৩ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

নিহত শরিফ (২৫) পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সম্প্রতি পাবনার আটঘরিয়ায় পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) গুলিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ডাকাত সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপর গুলি ছোড়ে ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত শরিফ নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ১টি শাটারগান, ৩ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানা এ কর্মকর্তা।

একে জামান/এফএ/এমএস