ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে রিকশা-ভ্যান শ্রমিকদের ধর্মঘটে ভোগান্তি

প্রকাশিত: ০৮:১২ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের দাবিতে ধর্মঘট পালন করছে সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। রোববার সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকায় এই ধর্মঘট চলছে।

এদিকে রিকশা ও ভ্যান ধর্মঘটের ফলে বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষ। এ কারণে দূর-দূরন্ত থেকে ছাত্র-ছাত্রীদের পায়ে হেঁটে স্কুলে আসতে দেখা গেছে। অনেকেই মালামাল নিয়ে ভোগান্তি পোহাচ্ছে।

সিরাজগঞ্জ রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আবুল কালাম জানান, শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা সাধারণত রিকশায় চলাচল করে। এতে যে টাকা আয় করে রিকশা শ্রমিকরা তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। এমতাবস্থায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক পৌর এলাকার মধ্যে যাত্রীবহন করায় যাত্রীরা আর রিকশায় উঠতে চায় না। এ কারণে পৌর এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক বন্ধের দাবিতে ধর্মঘট পালন করছে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা মাসুদ রানা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো পৌর শহরের মধ্যে যায় না। সাধারণত রিকশাগুলো সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে নলকা এবং রেলগেট থেকে কড্ডার মোড় পর্যন্ত ভাড়ায় চলাচল করে। এতে রিকশা শ্রমিকদের সমস্যা হওয়ার কথা না। তারপরও তারা ধর্মঘট পালন করছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস