ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে ৩১টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলি জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

Barishal

আত্মসমর্পণকারী জলদস্যূরা হলেন, জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহাঙ্গীর শিকারী (৩৮), মো. শেখ ফরিদ (৩৮), মো. মারুফ শেখ (৪১), মো. আকরাম শেখ (৩৫), মো. মোস্তাহার শেখ (৫০), মো. এরশাদ খান (৩৫), মো. গাজী তরিকুল ইসলাম (৩৫), মো. কামারুল শেখ (২২), মো. কামরুল হাসান (৩৮), মো. হায়দার শেখ (২৯), মো. হারুন শেখ (৫৫), মো. আইয়ুব আলী শেখ (৫২), মো. মাফিকুল গাজী (৩৮), মো. কবির গাজী (৩২), মো. পলাশ হোসেন (৩৫), মো. বাছের শিকদার (১৭), মো. আ. হান্নান সরদার (২৩), মো. ইজাজ মোল­্লা (৪১), মো. মহাসিন মোড়ল (৩৯) এবং মো. ইয়াকুব সরদার (২৯)।

এসময় র‌্যাবর মহাপরিচালক বেনজীর আহম্মেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, র‌্যাব-৮ এর পরিচালক লে. কর্নেল আনোয়ার উজ্জামানসহ র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাইফ আমীন/এফএ/এমএস