দেশের ৩০ শতাংশ লোক কানের সমস্যায় ভুগছেন
দেশের মোট জনগোষ্ঠীর ৩০ শতাংশ লোক কানের বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর মধ্যে ২ শতাংশ লোক কানে একেবারেই শুনতে পান না। এ সমস্যাকে রোধ করতে হলে মাইক, হর্ন বাজানো নিয়ন্ত্রণ করে শব্ দূষণ রোধ করতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
পাঁচ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে সম্প্রতি হবিগঞ্জ কিবরিয়া মিলনায়তনে হিয়ারসের সহযোগিতায় তরফদার হিয়ারিং সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বলেন, ২০১৪ সাল থেকে প্রতি বছর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কানের মারাত্মক সমস্যাগ্রস্ত ১০০ জন রোগী বিশেষ করে শিশুদের ব্যয়বহুল চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। অদূর ভবিষ্যতে হিয়ারসের উদ্যোগে হবিগঞ্জে আরো ১০০ জন রোগীর মধ্যে বিনামূল্যে কানে শোনার যন্ত্র বিতরণ এবং ঠোঁট কাটা, তালুকাটা রোগীদের চিকিৎসার জন্য ক্যাম্প করা হবে।
বক্তারা গত ৮ বছর ধরে তরফদার হিয়ারিং সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সাখাওয়াত হাসান জীবন, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, শিল্পপতি গোলাম মাহীদ মনসুর, অ্যাড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন কলেজের উপাধ্যক্ষ অজয় কুমার দাস, কবি তাহমিনা বেগম গিনি, শাহ আশরাফউদ্দিন শামীম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল প্রমুখ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/জেআইএম