ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর) চারবারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. নুরুল হুদার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার বিকেলে খন্দকারকান্দি পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে ও দুপুরে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের সর্বশেষ জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন ত্রাণমন্ত্রীমন্ত্রী ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, মরহুমের বড় ছেলে তানভীর হুদা শুভ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমরান হোসেন মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ।

এর আগে বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে তিনি আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তার আকস্মিক মৃত্যুতে নির্বাচনী আসনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নুরুল হুদা ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ২৮ বছর বয়সে সরকারি চাকরি (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেরই ৪ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। বিএনপির মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের প্রধম ৬ মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নুরুল হুদা বিএনপির সাবেক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দিতে। দুই সন্তানের মধ্যে এক সন্তান ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আরেকজন আমেরিকার একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন।

নুরুল হুদা আমেরিকায় তার সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে একটি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে গত মঙ্গলবার রাত থেকে আইসিওতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এমএএস/জেআইএম