জামালপুরে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এ স্লোগানকে বুকে ধারণ করে জামালপুরে দুর্নীতিবিরোধী বাইসাইকেল র্যালি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের বসাবপাড়া থেকে দুর্নীতিবিরোধী এই বাইসাইকেল র্যালি শুরু হয়।
এতে অংশ নেয় জামালপুর সনাক ও টিআইবির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা। র্যালির উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন।
পরে র্যালিটি জামালপুর সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাইকেল র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে দুর্নীতিবিরোধী সমাবেশ করে।
সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন, আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, সনাক সদস্য মেহেদী মাহমুদ খান শুভ্র, টিআইবির এরিয়া ম্যানেজার মুহাম্মদ হাবিবুর রহমান, ইয়েস সদস্য সাগর মুখার্জী, নাঈম আলমগীর, মনিকা আক্তার, শাহনাজ পারভীন সাথী প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ তৈরি করার লক্ষে এ সাইকেল র্যালির আয়োজন। বিশেষ করে এ র্যালি থেকে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জাননো হয়। দুর্নীতিবিরোধী সাইকেল র্যালিতে শতাধিক ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা অংশ নেয়।
শুভ্র মেহেদী/এএম/পিআর