নওগাঁয় বস্তাবন্দী নারীর মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগরে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটায় উপজেলার হাতিরপুল এলাকার সোনা কানিয়া নামক স্থান থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সোনাকানিয়া এলাকায় স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গিয়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল বাকি জানান, অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই নারীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
এসএইচএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন