ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ,আটক-৩

প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৮ মার্চ ২০১৫

জেলার শিবচরে ভুল চিকিৎসায় বৃষ্টি আক্তার (২২) অনাগত শিশুসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শিবচর উপজেলার প্রাইভেট মেডিপ্যাথ ক্লিনিকে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। বৃষ্টি আক্তার শিবচর উপজেলার নীলখী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের স্ত্রী।

বৃষ্টির মামা ইয়াছিন হাওলাদার অভিযোগ করেন, বৃষ্টিকে শুক্রবার দুপুরে মেডিপ্যাথ ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসএ ডাঃ মোতালেব মিয়ার উপস্থিতিতে দুটি ইনজেকশন পুশ করেন ওই ক্লিনিকের নার্স সাথী আক্তার। এর পর পরই বৃষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।

শিবচর থানার উপ-পরিদর্শক (এএসআই) নিউটন দত্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্লিনিকের ম্যানেজার শাহজালাল মিয়া, নার্স সাথী আক্তার ও দালাল শাহানাজ বেগমকে আটক করা হয়েছে।

এমজেড/পিআর