ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে মহাসড়কের ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১০:২৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

বাগেরহাটের সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহসড়কের বেইলী ব্রিজের প্লেট ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে রডবোঝাই একটি ট্রাক পারপারের সময় ব্রিজের প্লেট ভেঙে পড়ে। এতে ব্রিজের উভয় পাশে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত শত-শত যানবাহন আটকা পড়েছে।

পাশাপাশি সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ। এ ঘটনার পর থেকে যানবাহনের চাপ কমাতে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামন মাসুদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রডবোঝাই একটি ট্রাক বেইলী ব্রিজের ওঠার পরপরই প্লেট ভেঙে পড়ে যায়।

তবে ট্রাকটির ড্রাইভার দ্রুত পেছনের দিকে নিয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রাকটি। এরপর থেকে আঞ্চলিক মহসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়কের দুইদিকে দীর্ঘ যানজট কমাতে সকাল থেকে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়। একই সাথে সকাল থেকেই বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের লোকজন বেইলী ব্রিজের প্লেট পুনরায় স্থাপনের কাজ শুরু করে। বিকেল পর্যন্ত ব্রিজটি সংস্কারের কাজ চলছিল।

শওকত আলী বাবু/এএম/এমএস