ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশপুরে দুই জনের কারাদণ্ড

প্রকাশিত: ১২:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

ঝিনাইদহের মহেশপুরে সরকারি কাজে বাধা দেবার অভিযোগে আলম আমিন নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক সেবন করার অভিযোগে বিকাশ চন্দ্র ঘোষ (৩২) নামের অপর একজনকে  ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাফুর রহমান  এ রায় দেন।

উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, উপজেলার দাড়িয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আল আমিন বিভিন্নভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও সরকারি কাজে বাধা দিয়ে আসছিল। তাকে আটক করে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েচে।

এছাড়াও  মাদক সেবন করার অভিযোগে বিরেন চন্দ্র ঘোষ তার ছেলে বিকাশ চন্দ্র ঘোষকে পুলিশের হাতে তুলে দেয়। পরে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি