চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও মদের বড় চালান আটক
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৩ শ’ বোতল ভারতীয় মদ পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে।
জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত নিমতলা, ধোপাখালী, নতুনপাড়া, মোল্লাবাড়ী, ঝাঝাডাংগা, মাধবখালী, বারাদী ও মুন্সিপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৩শ’ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়েছে।
এমজেড/পিআর