ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় শেষ শয্যায় শায়িত হলেন নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

বুধবার বাদ আসর নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় বিশ হাজার লোক জানাজায় অংশ নেয়। পরে রাঙামাটি পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় নেতারা।

তার বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার ভোর সাড়ে ৫টায় শহরের রাঙামাটির তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আসাদুজ্জামান দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন।

গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। তিনি দুইবার নরসিংদী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে নরসিংদীজুড়ে নেমে আসে শোকের ছায়া। তার রাঙামাটি বাসভবনে রক্ষিত মরদেহে শ্রদ্ধা ও শোক জানাতে আসেন জেলা ও দায়রা জজ ফাতেমা নজিবসহ বিচারিক অঙ্গনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনজীবীরা।

তার জানাজায় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক), মনোহরদী-বেলাবো আসনের এমপি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিবপুর আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, পলাশ আসনের এমপি কামরুল আশ্রাব খান পোটন, নারায়ণগঞ্জ-২ আড়াই হাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।

সঞ্জিত সাহা/এএম/এমএস