বিলে মিললো তরুণীর মরদেহ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিনায়েকপুর গ্রামের বিল থেকে অজ্ঞাতনামা (২২) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের পাশে আঠারো পাইকা বিল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরের দিকে আঠারো পাইকা বিলে ওই যুবতীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহতের পরনে ছিল লাল ছিট কাপড়ের সালোয়ার কামিজ। গায়ের রং ফর্সা। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে শরীর ফুলে গেছে। প্রায় ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ