ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ৩ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

প্রকাশিত: ০২:৪১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান সতীর্থ থিয়েটারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী পাবলিক লাইব্রেরি ও অডিটরিয়ামে এর উদ্বোধন করা হয়। নাট্য উৎসবের উদ্বোধন করেন বরেণ্য টেলিভিশন অভিনেতা, নির্মাতা, প্রযোজক ও পরিচালক সালাউদ্দিন লাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী জিনিয়া সিদ্দিকা, অভিনেতা হায়দার আলী ও হুমায়ুন কাবেরী।

সতীর্থ থিয়েটারের সভাপতি আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাবনা থিয়েটার ৭৭-এর সভাপতি আবুল কাশেম ও কুষ্টিয়া থিয়েটারের সভাপতি আসলাম আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও সতীর্থ থিয়েটারের সাধারণ সম্পাদক এম রাশেদুল আওয়াল রিজভীসহ ঈশ্বরদী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা। উদ্বোধনী দিনে সতীর্থ থিয়েটার ‘সত্যি ভূতের গপ্পো’ নাটকটি মঞ্চস্থ করে।  উক্ত অনুষ্ঠানে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম